চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চমেক হাসপাতালে লিভার চিকিৎসার নতুন অধ্যায়
ফাইল ছবি

চমেক হাসপাতালে লিভার চিকিৎসার নতুন অধ্যায়

ইমাম হোসাইন রাজু

৬ অক্টোবর, ২০২৫ | ১০:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে লিভারজনিত রোগীদের চিকিৎসায় নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। ১২ বছর পর আউটডোর সেবার সীমা পেরিয়ে এবার স্বতন্ত্রভাবে যাত্রা শুরু করছে হেপাটোলজি বিভাগের ইনডোর ইউনিটের (আন্তঃবিভাগ) সেবাও।

 

আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো যাত্রা শুরু করতে যাচ্ছে আন্তঃবিভাগের। যা লিভার চিকিৎসায় চট্টগ্রামের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

জানা গেছে, ২০১৩ সালে চমেক হাসপাতালে হেপাটোলজি বিভাগের কার্যক্রম শুরু হলেও তা এতদিন শুধুমাত্র আউটডোর সেবায় সীমাবদ্ধ ছিল। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন রোগী সেখানে চিকিৎসা নিতেন। এতদিন কিছু রোগীকে অন্য ওয়ার্ডে রেখে সেবা দিলেও ওয়ার্ডটিতে ভর্তি সুবিধা না থাকায় অধিকাংশ জটিল রোগীকেই অন্যত্রে রেফার করা হতো।

 

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে পাঁচ শয্যা নিয়ে ইনডোর ইউনিটের কার্যক্রম শুরু হচ্ছে। এতে এখন থেকে লিভার সিরোসিস, হেপাটাইটিস, লিভার ফেইলিউরসহ জটিল লিভারজনিত রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন। যা এতদিন হাসপাতালে সম্ভব ছিল না।

 

হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, চট্টগ্রামে লিভার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। এতদিন আমরা শুধু আউটডোরে সেবা দিতাম, এখন ভর্তি রোগীদেরও চিকিৎসা দেওয়া যাবে।

 

বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রাম অঞ্চলে হেপাটাইটিস-বি ও সি সংক্রমণ, অনিয়ন্ত্রিত ওষুধ গ্রহণ, এলকোহল সেবন ও ফ্যাটি লিভারের কারণে লিভারজনিত জটিলতা বাড়ছে। ফলে বিশেষায়িত ইনডোর সেবার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই ছিল। নতুন ইনডোর ইউনিট চালুর মাধ্যমে চমেক হাসপাতালে লিভার চিকিৎসায় এক নতুন অধ্যায় রচিত হবে। যেখানে লিভার রোগীরা পাবে নিবিড় পূর্ণাঙ্গ ও বিশেষজ্ঞ সেবা।

 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বলেন, হেপাটোলজির ইনডোর ইউনিট চালু হওয়ায় চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলার লিভার রোগীদের আর ঢাকায় যেতে হবে না। আমরা ধীরে ধীরে শয্যা ও চিকিৎসা সুবিধা বাড়ানোর পরিকল্পনাও নিয়েছি।

 

আগামীকাল মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চমেক হাসপাতালের এনসিলিয়ারি ভবনের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে ইউনিটটির। হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল বরকত মুহম্মদ আদনানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রবসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট