
নগরীর মুরাদপুর সিডিএ এভিনিউতে সশস্ত্র মহড়া দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে পাঁচটি কিশোর গ্যাংয়ের হোতাসহ ৮ জন। তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্রও জব্দ করা হয়। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এই সদস্যদের অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. মাহিন উদ্দিন (২২), মো. নাঈমুল হক নাহিয়ান (২০),মো. নাজিম উদ্দিন (১৯),মো. তাজিমুল ইসলাম আব্দুল্লাহ (১৯),মো. ইকমিহান হাবিব (১৯),মো. ফায়াজ(১৯), মো. রমজান শেখ (২২) এবং মো. আল আমিন ইসলাম সিফাত(২০)
আজ শনিবার নগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার বর্ণনা দিয়ে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে মুরাদপুর সিডিএ এভিনিউর রাস্তার উপর কিশোর গ্যাংয়ের ১৮/২০ জন সদস্য অস্ত্র-শস্ত্রে সজ্জিত মহড়া দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ২টি চাপাতি, ২টি ছুরি, ৫টি লোহার রড় এবং ২টি এসএস পাইপ উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে বিশেষ আ্ইনের মামলা রজু করার পাশাপাশি আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পারভেজ