
চট্টগ্রামের আকাশপথে আবারও ফিরতে চলেছে জনপ্রিয় দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাই দুবাই। এক বছর বন্ধ থাকার পর সংস্থাটি আগামী ২৬ অক্টোবর থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, ফ্লাই দুবাইকে শিডিউল ও স্লট দেয়া হয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী ২৬ অক্টোবর থেকে প্রতিদিন একটি ফ্লাইট পরিচালনা করবে। তবে নির্ধারিত তারিখে কার্যক্রম শুরু হবে কি না তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়।
বিমান সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবরে না হলেও নভেম্বর কিংবা সর্বোচ্চ ডিসেম্বরের মধ্যেই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চালু হবে।
এর আগে ২০২৪ সালের পহেলা সেপ্টেম্বর থেকে হঠাৎ করেই চট্টগ্রাম রুটে ফ্লাইট বন্ধ করে দেয় ফ্লাই দুবাই। তখন প্রতিদিন একটি করে ফ্লাইট চলতো এই রুটে। যা দিয়ে দুবাই হয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যাওয়া ছিল সবচেয়ে সহজ। বিশেষ করে ওমরাহ যাত্রী ও প্রবাসীরা নির্ভরশীল ছিলেন এই সংস্থার ওপর।
এছাড়া এমিরেটস এয়ারলাইন্সের সঙ্গে কোড শেয়ারিং থাকায় চট্টগ্রাম থেকে ফ্লাই দুবাইয়ের টিকিট কিনে সহজেই বিশ্বের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করা যেত। আগে ফ্লাই দুবাইয়ের টিকিট কিনে যাত্রীরা সহজেই এমিরেটসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করতে পারতেন। ফলে হঠাৎ ফ্লাইট বন্ধ হওয়ায় এ সুবিধা থেকেও বঞ্চিত হন যাত্রীরা।
ফ্লাইট বন্ধের কারণ বিষয়ে ওই সময় উড়োজাহাজ সংকটের কথা জানিয়েছিল ফ্লাই দুবাই। তবে একই সময়ে ঢাকায় প্রতিদিন দুটি ফ্লাইট চালু রেখেছিল তারা। এ কারণে চট্টগ্রামের যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। যদিও দীর্ঘ এক বছর পর ফের চট্টগ্রাম-দুবাই রুটে ফ্লাইট চালুর খবরে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী ব্যবসায়ী ও ওমরাহ যাত্রীরা।
ফ্লাইট চালুর বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের ফ্লাই দুবাইয়ের ম্যানেজার (সেলস) আশিকুল ইসলাম আকিব বলেন, কেন্দ্রীয়ভাবে আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘোষিত তারিখে চালু না হলেও এ বছরের মধ্যেই ফ্লাইট ফের চালু করা হবে। আমরাও প্রস্তুত রয়েছি।
উল্লেখ্য, ২০১১ সালের জানুয়ারিতে চট্টগ্রাম-দুবাই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু করে ফ্লাই দুবাই। যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় কিছুদিন পর ঢাকা থেকেও ফ্লাইট চালু করে তারা। বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবে চট্টগ্রাম রুটে এর আগেও ২০১৮ সালে কার্যক্রম বন্ধ হয়েছিল। যদিও এক বছর পর ২০১৯ সালে আবার চালু করা হয়। সর্বশেষ ২০২৪ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের ফ্লাইট চলাচল বন্ধ করে সংযুক্ত আরব-আমিরাতের বিমান সংস্থা ফ্লাই দুবাই।
পূর্বকোণ/ইবনুর