
চট্টগ্রামে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে দোয়া মাহফিলে অংশ নেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্।
সোমবার (২২ সেপ্টেম্বর) নামাজে এশায় ইমামতির পর আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল, সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ ও বিশেষ অতিথি ছিলেন সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)।
আল্লামা সাবির শাহ্ মানুষের সমালোচনা তথা গীবত থেকে নিজেদের মুক্ত থাকার আহবান জানিয়ে বলেন, গীবত কবিরা গুনাহ। আপনি গীবত যার করেছেন তার গুনাহ হাল্কা হবে কিন্তু আপনার গুনাহ বেড়ে যাবে।
তিনি বলেন, গুনাহ নিয়ে কবরে গেলে আমাদের উপর আল্লাহর শাস্তি অবধারিত। কবরের জিন্দেগি দীর্ঘ। সুতরাং এ দুনিয়ায় আমাদের গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, আল্লাহ অসন্তুষ্ট হন এমন সব কাজ থেকে মুক্ত থাকতে হবে।
তিনি বলেন, আজ বায়াতের মাধ্যমে আমাদের অতিতের গুনাহ মাফ হয়ে যাবে, সাথে সাথে আমাদের আলাহ ও রাসুলের পথে ও মতে চলতে হবে। আল্লাহর ওয়াহদানিয়াত এর ওপর অটল থাকতে হবে। রেসালত আমাদের ঈমানের অংশ। রাসুলে করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মুহাবৃবত রাখতে হবে, দরুদ শরীফ পড়তে হবে, কুরআন তিলাওয়াত করতে হবে, দান খায়রাত করতে হবে। জামেয়া আনজুমানের সাথে সম্পর্ক রাখতে হবে।
হুজুর কেবলার বিদায়ী ভাষণে একসময় আবেগাপ্লুত হয়ে বলেন, সিরিকোটি রহমাতুল্লাহি আলাইহির বাগানে এসে আপনাদের যে ভালোবাসা পেয়েছি তা আমাদের অভিভুত করেছে। আপনাদের শোকরিয়া আদায় করছি।
তিনি বলেন, এ সম্পর্ক ও ভালোবাসার বীজ বপন করেছে হজরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহমাতুল্লাহি আলাইহি। হজরতের মাধ্যমে আমরা সিলসিলা, আনজুমাম, জামেয়া, গাউসিয়া কমিটি ও দাওয়াতে খায়ের পেয়েছি। আমাদের জন্য সিরিকোটি রহমাতুল্লাহি আলাইহি প্রদত্ত এসব নিয়ামতের শোকরিয়া আদায় করতে হবে। আপন মুর্শীদ ও পীরের প্রতি ভালোবাসা, তরিকতের সাথে সম্পর্ক রাখতে হবে। তিনি বলেন এ দুনিয়াটি একটি বাজার, যেখানে হরেক রকম মামুষ থাকে, ভালোমন্দ সব থাকে, মন্দ থেকে বাঁচার জনয আমাদের সতর্ক থাকতে হবে। ঈমানকে সুদৃঢ় ও শয়তানি ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে তরিকতকে ধারণ করতে হবে। আপন পীর মুর্শীদের প্রতি ভালোবাসা ও মুহব্বত রাখতে হবে।
এতে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রেজভী, প্রধান ফকিহ কাজী আবদুল ওয়াজেদ, আরবি প্রভাষক হাফেজ আনিসুজ্জামান আল-কাদেরী, সাইফুদ্দীন খালেদ বাদশাহ। আরও উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার চেয়ারম্যান আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান, আনজুমান সদস্য পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ নুরুল আমিন, শাহাজাদ ইবনে দিদার, আনোয়ারুল হক, আবদুল হামিদ, নুর মোহাম্মদ কন্ট্রাক্টর, আবদুল হাই মাসুম, মাহবুবুল আলম, সাদেক হোসেন পাপ্পু, মাহবুব ছাফা, মোহাম্মদ হোসেন খোকন, মুখপাত্র এড. মোছাহেব উদ্দীন বখতিয়ার, গাউসিয়া কমিটি বাংলাদেশ- আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ নেওয়াজ, মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
উল্লেখ্য, আজ বিকালে হুজুর কেবলাগণ চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করবেন। ওই সময় বিমানবন্দরে জটলা করে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান আনজুমান ট্রাস্ট কর্তৃপক্ষ।
পূর্বকোণ/ইবনুর