চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চবি আরবি বিভাগের নতুন চেয়ারম্যান ড. গিয়াস উদ্দিন তালুকদার

বিজ্ঞপ্তি

২১ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০১ অপরাহ্ণ

আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের নতুন সভাপতি হয়েছেন প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। তিনি ২১ সেপ্টেম্বর ২০২৫ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে আরবি বিভাগের সেমিনার কক্ষে নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ নেয়ামত উল্লাহ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের উপ-পরিচালক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ড. গিয়াস উদ্দিন তালুকদারকে সভাপতি নির্বাচন করা হয়।
বিভাগের সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সানন্দে প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদারকে বরণ করে নেন।

এ সময় ড. গিয়াস উদ্দিন তালুকদার বলেন, ‘নতুন দায়িত্ব মানেই নতুন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের সঠিক মোকাবেলা যেন করতে পারি, সেজন্য বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়া চাই।’
সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, ‘যিনি নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তিনি যথেষ্ট মেধাবী ও দায়িত্ববান একজন শিক্ষক। যে কোন প্রয়োজনে আমরা সবসময় ওনার সহযোগিতায় পাশে থাকব ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক সুপরিচিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শৈশবে রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল (এমএ) মাদ্রাসায় এবং সেখান থেকে কামিল ডিগ্রি অর্জন করেন। মাদ্রাসা শিক্ষার বিভিন্ন স্তরে তাঁর মেধার উজ্জ্বল স্বাক্ষর ছিল। ১৯৭৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় তিনি সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেন এবং ১৯৮৯ সালে কামিল (তাফসির) পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৯১ সালে তিনি সৌদি সরকারের বৃত্তি নিয়ে আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতিতে এবং শিক্ষক প্রশিক্ষণ বিষয়ে রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিপ্লোমা অর্জন করেন। বাংলাদেশে ফিরে আসার পর, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় এম. ফিল এবং একই বিশ্ববিদ্যালয় থেকে কুরআনের অলৌকিক নিদর্শন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে।-বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট