চট্টগ্রাম বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

‘হয়রানিমূলক’ তিন মামলা থেকে চসিক মেয়র শাহাদাতকে অব্যাহতি

‘হয়রানিমূলক’ তিন মামলা থেকে চসিক মেয়র শাহাদাতকে অব্যাহতি

অনলাইন ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে তিন মামলায় অব্যাহতি দিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা ২য় জজ আবদুর রহমানের আদালত বাংলাদেশ সচিবালয় আইন শাখা কর্তৃক নির্দেশিত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

 

ডা. শাহাদাত হোসেনের আইনজীবী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

এ সময় আদালত প্রাঙ্গণে ডা. শাহাদাত হোসেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে আমাকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমত, আদালতের ন্যায়বিচার এবং আপনাদের দোয়া-ভালোবাসার কারণে আমি আজ অব্যাহতি পেলাম। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট