চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস
ফাইল ছবি

২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২৬ মিলিমিটার বৃষ্টি

অনলাইন ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। এছাড়া রাঙামাটিতে ৮৭ ও সন্দ্বীপে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি রবিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

আগামী ২৪ ঘণ্টার বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় চট্টগ্রাম বিভাগসহ দেশের ছয় বিভাগে অতিভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া এ সময় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগে পাহাড়ধসের আশঙ্কা করছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে তেলেঙ্গা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ আগামীকাল সোমবার সকাল ৯টার মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট