চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সিএমপিতে রোড ক্র্যাশের তথ্য সংগ্রহ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রোড ক্র্যাশের তথ্য সংগ্রহ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

সিএমপিতে রোড ক্র্যাশের তথ্য সংগ্রহ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা জোরদারকরণ এবং তথ্যপ্রমাণভিত্তিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) রোড ক্র্যাশের তথ্য সংগ্রহের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) এবং অনলাইনে দুর্ঘটনা রিপোর্ট ফরম (এআরএফ) এন্ট্রি বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে।

 

বুধবার (১০) সেপ্টেম্বর ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) অংশ হিসেবে আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিসের সহায়তায় কর্মশালাটি সিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

 

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)  মো. আসফিকুজ্জামান আক্তার।

 

প্রধান অতিথি বলেন, রোড ক্র্যাশের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে আমরা ক্র্যাশের কারণ চিহ্নিত করতে পারবো এবং ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে। এ ধরনের তথ্য কার্যকর সড়ক নিরাপত্তা নীতি প্রণয়ন ও দুর্ঘটনা হাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এ সময় তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের সিএমপির নবগঠিত সড়ক নিরাপত্তা সেল (আরএসসি) ও রোড ক্র্যাশের তথ্য সংগ্রহের নতুন এসওপি সম্পর্কে অবহিত করেন এবং রোড সেফটি সেল (আরএসি)’র কার্যক্রম, সেলে সংযুক্ত পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব, ক্র্যাশের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ইত্যাদি বিষয়েও আলোচনা করেন।

 

তিনি বলেন, নতুন এই প্রক্রিয়া দুর্ঘটনা সংক্রান্ত তথ্যের গুণগত মান ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করবে।

 

এরপর এক্সিডেন্ট রিপোর্ট ফরম (এআরএফ) এর তথ্য কাগজ-কলমে ও অনলাইনে লিপিবদ্ধ করার পদ্ধতি নিয়ে একটি সেশন পরিচালনা করেন বিআইজিআরএস চট্টগ্রামের সার্ভেইল্যান্স কোঅর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ। এ সময় অংশগ্রহণকারীদের হাতেকলমে পুরো প্রক্রিয়াটি শেখানো হয়। পরবর্তীতে তারা পদ্ধতিটির ব্যবহারিক অনুশীলন করেন।

 

কর্মশালায় সিএমপির প্রতিটি থানা থেকে, অফিসার-ইন-চার্জ, পরিদর্শক, উপ-পরিদর্শক, অপারেটর এবং রোড সেফটি সেল এর কর্মকর্তাসহ মোট ৩৬ জন কর্মকর্তা অংশ নেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট