
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ছিনতাই করা ১৪ লাখ ৬১ হাজার টাকাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের টাকাও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. সুমন (৩০), মো. আলী (৪৫), মো. রাকিব (৩২), মো. ফয়সাল (১৯) ও মোছাম্মৎ কাজল আক্তার (২১)।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টায় জান আলী রেলস্টেশনস্থ রেলওয়ের মালিকানাধীন রফিক স্টোরের গোডাউনের সামনে থেকে কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পণ্য বিক্রির ১৯ লাখ ৭৩ হাজার ৪’শ টাকা ও আরেকটি ব্যাগে থাকা ৫৫ হাজার টাকা ও একটি ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে লক্ষ্মীপুর জেলার চৌধুরীঘাট এলাকা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৩ লাখ ১৯ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়।
পূর্বকোণ/পিআর/পারভেজ