
চট্টগ্রামে খেলার মাঠের একসময়কার অত্যন্ত জনপ্রিয় মুখ, ঢাকার খুরশীদ ইরশাদ চৌধুরী তাইমুর আর নেই। শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকায় ইন্তেকাল করেছেন।
খুরশীদ ইরশাদ চৌধুরী তাইমুর চট্টগ্রাম কলেজ রোডের মরহুম আব্দুর রাজ্জাক চৌধুরীর চতুর্থ পুত্র। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা আজ শুক্রবার বাদ এশা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। তাঁর দ্বিতীয় নামাজে জানাজা আগামীকাল শনিবার ৬ সেপ্টেম্বর বাদ-আছর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ