চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরজু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের এয়ারপোর্ট এলাকা থেকে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. আরজু (৩৩)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার আরজু হালিশহর থানাধীন বড়পুল হাছান আলী মাজার এলাকার মো. সেলিম খানের ছেলে এবং হালিশহর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা।

বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট