
আজ পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। এছাড়া মহানগর বিএনপি তিন দিনের কর্মসূচি পালন করছে।
মহানগর বিএনপি: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী কর্মসূচি নেয় মহানগর বিএনপি। গতকাল ৩১ আগস্ট রাঙ্গুনিয়ার জিয়ানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম মাজারে জেয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে দলটি। আজ পহেলা সেপ্টেম্বর বিকেল ৩টায় জমিয়াতুল ফালাহ্ হতে নিউমার্কেট পর্যন্ত বর্ণাঢ্য র্যালি এবং আগামীকাল ২ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি। এ ছাড়াও প্রতিটি ওয়ার্ডে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার করবে বিএনপি।
দক্ষিণ জেলা বিএনপি: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১ সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী ৩ সেপ্টেম্বর দক্ষিণ জেলা আওতাধীন সকল উপজেলা, পৌরসভায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করবে দলটি। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ও ‘১৯ দফা কর্মসূচি’-এর ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছে।’
মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে বিএনপি প্রতিষ্ঠা করেন।’ তিনি বলেন, আমরা আশা করি আগামী দিনগুলোতেও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সঠিক রাজনীতির ধারক ও বাহক হয়ে দেশকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, ‘জাতির ক্লান্তিলগ্নে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।’
পূর্বকোণ/আরআর/পারভেজ