
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার পুলিশ বিশেষ অভিযানে চুরি করা মালামাল ভর্তি একটি পিকআপ জব্দ করেছে। এ সময় চুরির সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে কল্পলোক আবাসিক এলাকার এফ ব্লকের ৬ নম্বর রোডের একটি বাসায় থেকে তাদের আটক করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতিখার উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহিন উদ্দিন চৌধুরীর বাড়ির তৃতীয় তলা থেকে চুরি শেষে পিকআপ গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল আসামিরা। তাৎক্ষণিকভাবে ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের ধরা হয়।
গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার হোমনার মো. জমির (২৮), চট্টগ্রামের সাতকানিয়ার আলী হায়দার (২৭) এবং ভোলার লালমোহনের মো. আলী (২৪)। তাদের কাছ থেকে বাসার মূল্যবান মালামাল এবং চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।
বাকলিয়া থানার এসআই (নিরস্ত্র) আব্দুল ওয়াহেদ লিটন জানান, আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত। তারা আবাসিক এলাকার ফাঁকা বাসা টার্গেট করে দলবদ্ধভাবে প্রবেশ করে মূল্যবান মালামাল সরিয়ে নিত।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪৫৭/৩৮১/৪১১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, এই চক্রের আরও কয়েকজন সদস্য চিহ্নিত রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ