
চন্দনাইশের বটতল এলাকায় গত ১৫ আগস্ট ট্রাকের ধাক্কায় আহত মোটর রিকশা চালক মো. রবিউল (২৯) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২০ আগস্ট) দুর্ঘটনার ৫দিন পর সন্ধ্যায় মারা যান মো. রবিউল। তিনি চৌধুরী পাড়ার মৃত জুনু মিয়ার ছেলে।
জানা যায়, গত ১৫ আগস্ট দুপুরে শহীদ মুরিদুল আলম সড়কে চন্দনাইশ থানার বটতল এলাকায় গাছবাড়িয়া অভিমুখী বালু ভর্তি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মোটর রিকশার ধাক্কায় ৩ যাত্রী ও রিকশা চালকসহ ৪ জন আহত হন। আহতদের মধ্যে চৌধুরী পাড়ার মো. সাকিব (২৫), মো. শফি (২২), মো. রায়হান (২৪) কে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। চালক মো. রবিউলকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়। একইদিন রাতে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার ডান পাঁ কেটে ফেলা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সন্ধ্যায় মারা যান মো. রবিউল।
পূর্বকোণ/দেলোয়ার/আরআর/পারভেজ