চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ইস্ট ডেল্টা ইউনিভারসিটিতে শুরু হচ্ছে ‘লেন্স-এ উৎসব’

চট্টগ্রামে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘লেন্স-এ উৎসব’

অনলাইন ডেস্ক

১৯ আগস্ট, ২০২৫ | ১:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে শুরু হতে যাচ্ছে ‘লেন্স-এ উৎসব ২০২৫’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী।

 

নগরীর ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (EDU) ফটোগ্রাফি ক্লাব আয়োজন করতে যাচ্ছে এই তারুণ্যের উৎসব। একইসাথে উদ্বোধন করা হবে ক্লাবটির প্রথম ফটোগ্রাফি ম্যাগাজিন। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত উৎসবে অংশ নেবে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে চুয়েট ফটোগ্রাফিক সোসাইটি (CUETPS), এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) ফটোগ্রাফি ক্লাব, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (IIUC) ফটোগ্রাফি সোসাইটি এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগ।

 

প্রতিযোগিতায় থাকছে তিনটি বিভাগ—মোবাইল ফটোগ্রাফি, সিঙ্গেল ফটো এবং ফটো সিরিজ। জমাকৃত ছবিগুলো বিচার করেছেন দেশের খ্যাতিমান ফটোগ্রাফার শোয়েব ফারুকী, কাজী রিয়াসাত আলভি ও আতা মোহাম্মদ আদনান এবং সহযোগী বিচারক হিসেবে ছিলেন ফাহিম হাসান আহাদ। বিজয়ীদের জন্য নির্ধারিত রয়েছে মোট ৩০ হাজার টাকার প্রাইজ পুল, বিশেষ স্বীকৃতি, ইভেন্ট ম্যাগাজিনের কাভার ফটোতে প্রকাশ এবং প্রদর্শনীতে ছবি প্রদর্শনের সুযোগ। আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন আকর্ষণীয় স্টলের পাশাপাশি জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের বিশেষ উপস্থিতিও থাকবে।

 

এই আয়োজনকে সফল করতে যুক্ত হয়েছে বেশ কয়েকটি স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠান। রায়সাস গ্ল্যামার ওয়ার্ল্ড থাকছে টাইটেল স্পন্সর হিসেবে। ডায়মন্ড স্পন্সর হিসেবে রয়েছে বারকোড, এডুমিগ ও ডাফট পারফিউমের মত স্বনামধন্য ব্রান্ড। গোল্ড স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে চট্টগ্রামের জনপ্রিয় ক্যামেরা সামগ্রী প্রতিষ্ঠান রিয়েল টেকনোলজি, গাপুশ গুপুশ ও বার্গারস ওয়ালর্ল্ডের মত রেস্টুরেন্ট। এছাড়া হেভারক্যাসল, ভয়েজ, এনএসটি গ্যাজেটস ও রাইজএন গ্রুপ সিলভার স্পন্সর হিসেবে এবং ডটজি, টিবিএস গ্র্যাজুয়েটস, ভিভিড ইভেন্টস, এফএনএফ ফটোগ্রাফি ও সার্কেল পার্টনার হিসেবে সহযোগিতা করছে।

 

প্রতিষ্ঠালগ্ন থেকে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে। বিভিন্ন সময় প্রদর্শনী, প্রতিযোগিতা ও কর্মশালার মাধ্যমে ক্লাবটি চট্টগ্রামের তরুণ ফটোগ্রাফারদের একত্রিত করে একটি সক্রিয় প্ল্যাটফর্ম তৈরি করেছে। সারা দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই সৃজনশীল উৎসব।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট