
চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা চলাকালে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগান দেওয়ার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় আন্দরকিল্লা মোড় থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী জন্মাষ্টমী শোভাযাত্রা লালদীঘি পাড়, নিউ মার্কেট ঘুরে জে এম সেন হল প্রাঙ্গণে পৌঁছায়।
শোভাযাত্রা চলাকালে সেখান থেকে ৬ জনকে আটক করার কথা জানিয়েছেন নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।
তিনি বলেন, “শোভাযাত্রা চলাকালীন বিশৃঙ্খলা তৈরির জন্য মাঝখান দিয়ে ঢুকতে গেলে আমরা ছয়জনকে হেফাজতে নিয়েছি। তাদের কাছ থেকে চিন্ময় দাসের মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ডও উদ্ধার হয়েছে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি।’
অন্যদিকে, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু জানিয়েছেন, হেফাজতের বিষয়ে আমরা কিছুই জানতাম না। খোঁজখবর নিচ্ছি।
প্রসঙ্গত, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বর্তমানে একাধিক মামলায় কারাগারে আছেন।
পূর্বকোণ/পিআর/এএইচ