চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামের তিন আসনে চমকের অপেক্ষা
ফাইল ছবি

চট্টগ্রামের তিন আসনে চমকের অপেক্ষা

মোহাম্মদ আলী

১৩ আগস্ট, ২০২৫ | ১১:০৫ পূর্বাহ্ণ

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে এগুচ্ছে দেশের রাজনৈতিক দলগুলো। মূলত দলগুলো এখন নির্বাচনী ট্রেনে। যারা ইতোমধ্যে নিজের প্রার্থিতা নিশ্চিত করে ফেলেছেন তারা কালক্ষেপণ না করে ভোটের মাঠে নেমে পড়েছেন। আবার অনেকে আছেন মনোনয়ন দৌড়ে।

 

গত ৫ আগস্ট জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের ঘোষণা করেন। তাতে নির্বাচনের সময় নিয়ে সবধরনের ধোঁয়াশা কেটে গেছে। এ কারণে চট্টগ্রামসহ সারাদেশের রাজনীতিতে সৃষ্টি হয়েছে ভোটের আবহ।

 

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াতে ইসলামী অনেক আগেই নিজেদের প্রার্থী ঘোষণা দিয়েছে। ঘোষিত প্রার্থীরা নিজ এলাকায় নির্বাচনকেন্দ্রিক কর্মকাণ্ড ব্যস্ত সময় পার করছেন। পিছিয়ে নেই অন্যান্য রাজনৈতিক দলগুলোও। তারা প্রার্থী ঘোষণা এবং মাঠ গোছাতে তৎপর হয়ে উঠেছে। যদিও জোটগত নির্বাচন নাকি আলাদা আলাদা অংশগ্রহণ কোনটাই এখনও চূড়ান্ত হয়নি। এ নিয়ে রাজনীতির মাঠে ধোঁয়াশা রয়ে গেছে।

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। বিশেষ করে রাজনৈতিক দলের সঠিক প্রার্থী বাছাই ভোটের মাঠে বড় ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে। একক নাকি জোটগত নির্বাচন এগুলো এখনও রাজনীতির মাঠে পরিষ্কার না হলেও অনেকগুলো প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে।

 

এদিকে, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বিএনপির অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশী মাঠে কাজ করছেন। দল থেকে মনোনয়ন পেতে তারা সবরকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দৈনিক পূর্বকোণকে বলেন, দেশের রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনমুখী। স্বাভাবিকভাবে গত ১৭ বছর বিএনপির মধ্যে যারা আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন তারাও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। যাচ্ছেন মানুষের কাছে। তাই দেশে এখন নির্বাচনের আবহ তৈরি হয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উত্তর চট্টগ্রামের সাত আসনের মধ্যে অন্তত তিনটি আসনে প্রার্থী ঘোষণায় চমক দিতে পারে বিএনপি। ইতোমধ্যে একটি আসনে অনেকটা নিশ্চিত থাকা বিএনপির এক হেভিওয়েট প্রার্থী নিয়ে নানা কানাঘুষা চলছে।

 

সম্প্রতি ওই বিএনপি নেতার অস্বাভাবিক নড়াচড়ায় দলটির নেতৃত্বের মধ্যে অনেকটা অস্বস্তি সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে গত কয়েকদিনে দলের অভ্যন্তরীণ একটি তদন্ত চালানো হয়েছে। তদন্তে ওই নেতার বিরুদ্ধে অনেক তথ্য বেরিয়ে এসেছে বলে জানা গেছে। এ নিয়ে বিএনপিকে অনেক কিছু নতুন করে ভাবতে হচ্ছে।

 

উত্তর চট্টগ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির রয়েছে হেভিওয়েট প্রার্থী। কিন্তু জোটগত নির্বাচন হলে ওই আসনে প্রার্থী হতে চাচ্ছেন জাতীয় পার্টির সিনিয়র এক নেতা। তাই এ আসনে বিএনপির প্রার্থী মনোনয়নে নানা মেরুকরণ সৃষ্টি হতে পারে।

 

এর পাশ্ববর্তী আসনটিতে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘাত লেগেই আছে। এ নিয়ে রক্ত ঝরেছে দলের অসংখ্য নেতাকর্মীর। আসনটি নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অনেকটা অসন্তোষ বিরাজ করছে। আগামী নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বড় চমক আসতে পারে বলে দলের একাধিক সূত্র আভাস দিয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট