চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বাকলিয়ায় বিছানার নিচে মিলল ৪০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৪

বাকলিয়ায় বিছানার নিচে মিলল ৪০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৫ | ১:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি বসতঘরে অভিযান চালিয়ে বিছানার নিচে রাখা ৪০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

 

সোমবার (১১ আগস্ট) পূর্ব বাকলিয়া এলাকায় জাহাঙ্গীর কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ৪ জন হলো–ছেনোয়ারা বেগম (৪০), আব্দুল করিম (৩৬), দিলদার বেগম (৩৫) ও আনোয়ারা বেগম (৬০)।

 

র‌্যাব-৭-এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মো. সাদমান সাকিব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল পূর্ব বাকলিয়া এলাকায় একটি বসতঘরের বিছানার নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিনে স্কচটেপ মোড়ানো অবস্থায় ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার এবং কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে এসব গাঁজা সংগ্রহ করেন। পরে চট্টগ্রাম জেলা এবং মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট