চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

সিএমপির চিঠি আমলে নেয়নি সিটি কর্পোরেশন
ফাইল ছবি

সিএমপির চিঠি আমলে নেয়নি সিটি কর্পোরেশন

নাজিম মুহাম্মদ

১১ আগস্ট, ২০২৫ | ১০:৫৪ পূর্বাহ্ণ

নগরীর কাজীর দেউড়ি মোড়ে সার্কিট হাউসের বিপরীতে গণশৌচাগার নির্মাণে জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। যে স্থানে গণশৌচাগার নির্মাণ করা হচ্ছে তার এক পাশে সিএমপির ট্রাফিক বিভাগের একটি বক্স ও অন্যপাশে সার্ভিস ডেলিভারি সেন্টার রয়েছে।

 

সার্কিট হাউস, সিএমপির সেবাদানের স্থাপনা সবকিছু বিবেচনা করে গুরুত্বপূর্ণ স্থানটিতে গণশৌচাগার নির্মাণ না করার অনুরোধ জানিয়ে সিটি কর্পোরেশনকে চিঠি দেয় নগর পুলিশ কমিশনার। কিন্তু সিএমপির অনুরোধে কোন গুরুত্ব দেয়নি কর্পোরেশন। সেখানে গণশৌচাগার নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। স্থাপন করা হচ্ছে গভীর নলকূপ।

 

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের চট্টগ্রাম মহানগর কমিটির সহ সাধারণ সম্পাদক ফারুক হোসেনকে শৌচাগার নির্মাণ করতে ৫৫০ ফুট জমি বরাদ্দ দিয়েছে কর্পোরেশন। যারা মাসিক ভাড়া ধরা হয়েছে ১৫০০ টাকা। গত ৪ জুন ফারুক হোসেনের সাথে সিটি কর্পোরেশনের স্টেট বিভাগ চুক্তি সম্পাদনও করেন। এরমধ্যে গণশৌচাগার নির্মাণ কাজ করতে স্থানটি দিয়ে ঘেরা দেয়া হয়েছে। এ অবস্থায় কাজীর দেউড়ি মোড়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে গণশৌচাগার নির্মাণ না করতে সিটি কর্পোরেশনেক চিঠি দিয়েছে নগর পুলিশ কমিশনার। ২০২৩ সালে আউটার স্টেডিয়ামের চারপাশে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছিল জেলা প্রশাসন। কারণ মাঠটির মালিক ‘চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা’।

 

গত ২ আগস্ট এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশিত হয় দৈনিক পূর্বকোণে। সেই সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এস এম সরওয়ার কামাল জানিয়েছিলেন, আসলে গণশৌচাগার নির্মাণের জন্য স্থান নির্ধারণটি ঠিক হয়নি। এছাড়া, সিএমপি থেকেও আপত্তি এসেছে। এ স্থানটি মূলত ভিআইপি এলাকা। এখানে চট্টগ্রাম সার্কিট হাউস ও রেডিসন ব্লুর মত হোটেল রয়েছে। আমরা বিষয়টি মেয়রকে জানিয়েছি। প্রয়োজন অনুযায়ী এ স্থানের পরিবর্তে অন্য স্থানে গণশৌচাগার স্থাপনের অনুমোদন দেয়া হবে।

 

নগর ট্রাফিকের দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) লিয়াকত আলি খান জানান, স্থানটিতে গণশৌচাগার নির্মাণ করা সমীচীন নয়। বিষয়টি নিয়ে আমরা সিটি কর্পোরেশনের সাথে ফের যোগাযোগ করব।

 

সিএমপি’র চিঠিতে যা বলা হয়েছে: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে নগর ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারের পাঠনো চিঠিতে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজীর দেউড়ি গোলচত্বরের দক্ষিণ পশ্চিম কোনে একটি গণশৌচাগার নির্মাণের অনুমতি দিয়েছে। ট্রাফিক বিভাগ হিসাবে আমরা মনে করি, প্রস্তাবিত স্থানটি জনস্বার্থ এবং এলাকার সার্বিক পরিবেশের জন্য মোটেও উপযুক্ত নয়। প্রস্তাবিত স্থানটির একপাশে ট্রাফিক পুলিশের বক্স ও অপরপাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সার্ভিস ডেস্ক রয়েছে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ অঞ্চল। এখনো গণশৌচাগার হলে দুটি স্থাপনার কার্যক্রমের ব্যাঘাত সৃষ্টি হতে পারে এবং নিরাপত্তার ক্ষেত্রেও নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

 

চিঠিতে আরো বলা হয়েছে, স্থানটির খুব কাছে ঐতিহাসিক সার্কিট হাউজ অবস্থিত। সার্কিট হাউজে ভিআইপি, ভিভিআইপি আসা যাওয়ার অন্যতম স্কয়ার হিসাবে কাজীর দেউড়ি মোড় গণ্য হয়ে থাকে। এছাড়া মোড়টি নগরীর অন্যতম প্রধান আকর্ষণীয় এবং জনসমাগমপূর্ণ এলাকা হিসাবে পরিচিত। প্রতিদিন বিপুল পরিমাণ লোকজন পরিবার ও বন্ধুবান্ধবসহ এখানে আসেন। তারা সামাজিক বিনোদন, আলাপ আলোচনা এবং স্থানীয় সড়কের পাশে খাদ্য উপভোগ করেন। এ ধরনের একটি গুরুত্বপূর্ণ এবং নান্দনিক স্থানে গণশৌচাগার নির্মাণ করা হলে সিএমপির নিরাপত্তাস্থাপনার স্বাভাবিক কার্যক্রম ব্যাঘাত সৃষ্টি, এলাকার সার্বিক গণস্বাস্থ্যের উপর সাম্ভাব্য নেতিবাচক প্রভাব, এলাকার সার্বিক সৌন্দর্য ও পরিবেশের অবনতি, সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও সামাজিক বিনোদনের প্রতিবন্ধকতার সৃষ্টি ও জনমনে অসন্তোষ সৃষ্টি হতে পারে।

 

চুক্তিপত্রে যা আছে: চলতি বছরের ৪ জুন ফারুক হোসেনের সাথে গণশৌচাগার স্থাপনের জমি বরাদ্দের চুক্তি করে সিটি কর্পোরেশন। চুক্তিতে বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বর থেকে ২০৩০ সাল পর্যন্ত এ চুক্তির মেয়াদ থাকবে। গণশৌচাগারটির মাসিক ভাড়া ১৫শ টাকা। আগামী ছয় মাসের মধ্যে লিজ দাতাকে নিজস্ব অর্থায়নে গভীর নলকূপ স্থাপনসহ প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। মেয়াদ শেষ হলে সচল অবস্থায় গভীর নলকূপ, মোটর ও অন্যান্য সরঞ্জাম চসিক বরাবর গণশৌচাগার হস্তান্তর করতে হবে। এ ধরনের দশটি শর্ত রয়েছে চুক্তিপত্রে।

 

সার্ভেয়ারের প্রতিবেদনে যা বলা হয়েছে: আউটার স্টেডিয়ামের পাশে জমিটি সম্পর্কে গত ৫ মে একটি প্রতিবেদন দেন সিটি কর্পোরেশনের এস্টেট শাখার সার্ভেয়ার জাকারিয়া আল মামুন চৌধুরী। প্রতিবেদনে বলা হয়েছে, ২২ নং এনায়েতবাজার ওয়ার্ডের কাজীর দেউড়ি মোড় এলাকায় আউটার স্টেডিয়ামের উত্তর পূর্ব কোণায় চট্টগ্রাম জেলা পরিষদ নির্মিত আউটার স্টেডিয়ামের সীমানা প্রাচীরের বাইরে উত্তর পাশে সিটি কর্পোরেশন নির্মিত ফুটপাতের বাইরে দক্ষিণ পাশে ৫৫০ ফুট খালি জায়গা রয়েছে। যা সড়কের পাাশে খালি অবস্থায় রয়েছে। জায়গাটির পূর্ব পাশে একটি ট্রাফিক পুলিশ বক্স ও পশ্চিম পাশে ট্রাফিক ব্যবস্থাপনা কাজের একটি উদ্বোধন ফলক রয়েছে। পাশে সিএমপির সার্ভিস ডেলিভারি সেন্টার অফিস রয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট