চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

অনলাইন ডেস্ক

১০ আগস্ট, ২০২৫ | ১১:০১ অপরাহ্ণ

নগরের কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে একটি রামদা ও তিনটি ছোরাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে আমতল সফিনা হোটেল সংলগ্ন বাহার লেইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইয়াসিন এরফান ওরফে সাব্বির (২৫), মো. মিনহাজ (২০), মো. জাহেদ (২৮), মো. ইমাম হোসাইন ওরফে ছোটন (২০), মো. মঞ্জুর আলম ওরফে মুন্না (৪২), মো. ইউসুফ ওরফে সোহেল (৩০) এবং শাহ আলম ওরফে আলম (২৭)।

 

পুলিশ জানায়, আসামিরা নিউ মার্কেট, স্টেশন রোড, রিয়াজউদ্দিন বাজার, জুবিলী রোড, টেরিবাজার এলাকার ব্যবসায়ী, পথচারী, সিএনজি ও অটোরিকশা টার্গেট করে ছিনতাই-ডাকাতির পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট