চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

চাকরিজীবীর বেতন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক জনকে গ্রেপ্তার

চাকরিজীবীর বেতন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

১০ আগস্ট, ২০২৫ | ৯:১৬ অপরাহ্ণ

আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা এস এম শাহরিয়ার হাসানের ৫৮ হাজার টাকা বেতন ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । রবিবার ( ১০ আগস্ট) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানা পুলিশ। 

 

এর আগে ৬ আগস্ট সন্ধ্যায় নিউমার্কেট মোড়ে গাড়িতে উঠার সময় পকেট থেকে বেতনের খামটা নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে ঘটনার চারদিন পর বিষয়টি নিয়ে পূর্বকোণে সংবাদ প্রকাশের পর ১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। সাথে ছিনতাইকৃত টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। 

 

এই বিষয়ে বিস্তারিত জানাতে কোতোয়ালি থানা প্রাঙ্গণে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাত সাড়ে নয়টায় বিষয়টি নিয়ে কথা বলবেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)  মো. আলমগীর হোসেন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট