চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে মায়ের জমানো টাকা দিয়ে জুয়ায় হেরে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামে মায়ের জমানো টাকা দিয়ে জুয়া, হেরে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৫ | ৩:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রা‌ম নগরীর বন্দর থানা এলাকায় মোবাইলে জুয়া খেলায় হেরে তরিকুল ইসলাম (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

শ‌নিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দি‌কে বন্দর থানাধীন ২ নম্বর মাইলের মাথা আলী মাঝিরপাড়া রংগুর টিনশেঠ ভাড়াঘর এ ঘটনা ঘটে।

তরিকুল ইসলাম বন্দর থানাধীন আলী মাঝিরপাড়া রংগুর কলোনিতে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতো। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

বিষয়‌টি নি‌শ্চিত করেছেন বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আছাদুল হক।

তি‌নি বলেন, মায়ের লুকিয়ে রাখা ৬০ হাজার টাকা নিয়ে মোবাইলে ক্যাসিনো জুয়া খেলায় হেরে যায়। এরপর বিষয়টি মাকে জানালে মা তাকে বকাবকি করেন। পরে রাতে ভাড়া বাসার টিনের চালার সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। রাতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট