চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু
প্রতীকী

চট্টগ্রামে ট্রেলারের ধাক্কায় স্কুলছাত্র নিহত, ২ কিশোর গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক

৯ আগস্ট, ২০২৫ | ১০:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের পলিটেকনিক সড়কের আগা খাঁর মোড়ে লোহার রডবাহী একটি ট্রেলারের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দশম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর গুরুতর আহত হয়। তাদের সবাইর বয়স ১৭ বছর। আজ শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোহাম্মদ সজীব নগরীর পাহাড়তলী এলাকার এক বিদ্যালয়ের ছাত্র। পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

 

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) সুবীর পাল জানান, ট্রেলারের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট