চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

গ্রিন চট্টগ্রাম গড়তে লাগানো হবে ১০ লাখ গাছ: মেয়র
কল্পলোক আবাসিক এলাকায় বৃক্ষরোপণ অভিযানে অংশ নেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

গ্রিন চট্টগ্রাম গড়তে লাগানো হবে ১০ লাখ গাছ: মেয়র

নিজস্ব প্রতিবেদক

৯ আগস্ট, ২০২৫ | ৮:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

শনিবার (৯ আগস্ট) বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকার খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

 

মেয়র বলেন, ক্লিন ও গ্রিন চট্টগ্রাম গড়ার লক্ষ্যে নগরীর প্রতিটি ওয়ার্ডে সবুজায়নের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকেও কাজে লাগানো হচ্ছে।

 

তিনি আরও বলেন, চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি অঞ্চলের শহর। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং গাছপালা রক্ষা করা অতীব জরুরি। গাছ শুধু সৌন্দর্যই বৃদ্ধি করে না, ভূমি ক্ষয়, বন্যা ও ভূমিধস প্রতিরোধেও ভূমিকা রাখে।

 

মেয়র উল্লেখ করেন, বন উজাড়, পাহাড় ও গাছ কাটা থেকে বিরত থাকা প্রয়োজন। এই ধরনের কর্মকাণ্ড রোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়নের প্রয়োজনীয়তাও উল্লেখ করেন। উদাহরণ হিসেবে কানাডার টরন্টোর কথা তুলে ধরে জানান, সেখানে অনুমতি ছাড়া গাছ কাটলে বড় অর্থদণ্ড রয়েছে। বাংলাদেশেও এমন আইন থাকা প্রয়োজন।

 

প্রফেসর ড. মোহাম্মদ কামাল হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, আবদুর রহমান, মুমিনুল হক, এস.এম. কায়সার, এডভোকেট আজিজুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট