
নগরীর আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মালিকানাধীন সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সব সমস্যা সমাধানের মাধ্যমে মার্কেটটিকে নতুন করে সাজানোর আশ্বাস দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (৮ আগস্ট) নগরীর টাইগারপাস এলাকায় চসিকের অস্থায়ী কার্যালয়ে মেয়রের সঙ্গে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নেতাদের সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন তিনি।
এ সময় মেয়রের সামনে মার্কেটের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন ব্যবসায়ীরা। এরমধ্যে রয়েছে মার্কেটের পঞ্চম তলায় ফুড কর্ণার চালু, স্কেলেটর পুনঃস্থাপন, নিচ তলা থেকে চতুর্থ তলা পর্যন্ত নতুন সিলিং, নতুন টাইলস স্থাপনস ও মার্কেটের বাহিরে ক্যাপসুল লিফট স্থাপন। এসব উন্নয়ন কাজ শেষ করতে মেয়রের সহযোগিতা কামনা করেন ব্যবসায়ীরা। এতে সব ধরণের সমস্যা সমাধানের মাধ্যমে মার্কেটটিকে নতুন করে সাজানোর আশ্বাস দেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আহমদ হোসেন, সহ-সভাপতি ইব্রাহীম ভুইয়া, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক হানিফ পেয়ারু, নাজিম উদ্দীন লিটন, অর্থ সম্পাদক মীর মুহাম্মাদ নাছির উদ্দীন সিকদার, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মামুন, সাবেক অর্থ সম্পাদক মাহবুবর রশিদ, ব্যবসায়ী ফয়সাল বিন আলম, আরিফ হোসেন , কারিমুল মওলা প্রমুখ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ