চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বাকলিয়ায় মহিউদ্দীন হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার

বাকলিয়ায় মহিউদ্দীন হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৮ আগস্ট, ২০২৫ | ৫:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মাস্টারমাইন্ড ও মাদক ব্যবসায়ী আব্দুস সোবহানকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সোবহান বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকার নুরুল ইসলাম সওদাগর বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিটে তক্তারপুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এর আগে গত ২৫ জুলাই বিকেল ৫ টার দিকে বাকলিয়ার পাঁচ নম্বর ব্রিজ সংলগ্ন গাফফার কলোনি এলাকা থেকে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

এরপর ১ আগস্ট প্রথম অভিযুক্ত মো. আসিবুল হক আসিফ এবং ৩ আগস্ট মো. সুমন নামে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। দুজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং মাস্টারমাইন্ড হিসেবে আব্দুস সোবহানের নাম প্রকাশ করে।

 

পুলিশ জানায়, সোবহানের বিরুদ্ধে বহুল আলোচিত শাহেদ হত্যা মামলাসহ অন্তত ১৮টি মামলা রয়েছে, যার অধিকাংশই মাদক ও অস্ত্র আইনে।

 

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, মহিউদ্দিন হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী সোবহানকে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তক্তারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তক্তারপুল এলাকায় একচ্ছত্র মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে সোবহান। এছাড়া হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসবাদে স্বীকার করেছে সোবহান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট