চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

প্রবাসীর দেশে ফেরার তথ্য আসে হোয়াটসঅ্যাপে, পথ আটকে লুট করতো চক্রটি
গ্রেপ্তারকৃত চক্রের ৭ সদস্য ও লুট করা মালামাল 

দুবাই প্রবাসীর করা মামলার পর অভিযানে গ্রেপ্তার ৭

প্রবাসীর দেশে ফেরার তথ্য আসে হোয়াটসঅ্যাপে, পথ আটকে লুট করতো চক্রটি

অনলাইন ডেস্ক

৭ আগস্ট, ২০২৫ | ৮:২৪ অপরাহ্ণ

প্রবাসী কখন দেশে ফিরবেন, ঠিকানা, ছবি, এবং ফ্লাইট তারিখ হোয়াটসঅ্যাপে পাঠাতো বিদেশে থাকা সদস্যরা। এসব তথ্য দিয়ে বিমানবন্দরে থেকে অনুসরণ করে পথ আটকে ছিনতাই করতো চট্টগ্রামের একটি চক্র।  সম্প্রতি এই চক্রের শিকার মোহাম্মদ সামসু উদ্দিন নামে এক দুবাই প্রবাসীর করা মামলার পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় চক্রের ৭ সদস্যকে। উদ্ধার করা হয় লুট করা মালামালও। 

 

গ্রেপ্তাররা হলেন— মো. মনির উদ্দিন (৩৩), সৈয়দ মজিবুল হক (৪৭), মো. আলীম হাওলাদার জাবেদ (৩২), মো. হাসান (৩০), মো. রুবেল (২৭), মো. সুমন (২৬) ও মো. ইমরান মাহামুদুল প্রকাশ ইমন (২৫)।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পশ্চিম বিভাগের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া।

 

তিনি  জানান, প্রথমেই মাইক্রোবাসের নম্বর দিয়ে মালিকানা যাচাই করে গাড়িটি নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে জব্দ করা হয়। এরপর গত ২৩ জুলাই নগর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করা হয়। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট