চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

চান্দগাঁওয়ে ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলায় বাস চালক আটক

নিজস্ব প্রতিবেদক

৭ আগস্ট, ২০২৫ | ৮:০২ অপরাহ্ণ

চান্দগাঁওয়ে সিএন্ডবি এলাকায় ওমর ফারুক নামের এক ট্রাফিক পুলিশের কনস্টেবলের গায়ে হাত তোলায় এক বাস চালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ( ৭ আগস্ট) বিকেলে সার্জেন্ট রজবের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন মোহরা এলাকার টিআই নাজিম উদ্দিন। 

 

তিনি জানান, সিগন্যাল অমান্য করায় বাসটির গতি রোধ করলে পুলিশ সদস্যের ওপর চড়াও হন বাস চালক। এ সময় পুলিশ সদস্যের পোশাক ছিঁড়ে যায়। পরে বাস চালককে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

 

যদিও  ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা জানতেন না টিআই নাজিম উদ্দিন। পরে সার্জেন্ট রজবের কাছ থেকে তথ্য নিয়ে প্রতিবেদককে নিশ্চিত করেন তিনি।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট