চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মতিঝর্ণা, বাটালি হিল এলাকায় পাহাড় কর্তন রোধে অভিযান
মতিঝর্ণা ও বাটালি হিল এলাকায় পাহাড় কর্তন রোধে জেলা প্রশাসনের অভিযান

মতিঝর্ণা, বাটালি হিল এলাকায় পাহাড় কর্তন রোধে অভিযান

অনলাইন ডেস্ক

৬ আগস্ট, ২০২৫ | ১০:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর মতিঝর্ণা ও বাটালি হিল এলাকায় পাহাড় কর্তন রোধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (৬ আগস্ট) বিকেলে বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এই অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে পাহাড় কর্তন প্রচেষ্টায় জড়িতেদের পরিবেশ অধিদপ্তর হতে কারণ-দর্শানো নোটিশ প্রদান করা হয় এবং পরবর্তীতে প্রয়োজনে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে সতর্ক করা হয়। পাশাপাশি, অভিযান চলাকালে ঐ এলাকায় হিল এরিয়াতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যাবার জন্য ও সার্বিক সচেতনতা সৃষ্টিতে কাউন্সেলিং করা হয়।

 

পূর্বকোণ/আরআর/পরভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট