চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে খাবারে রং-কেমিক্যাল, তোফা ফুডকে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে খাবারে রং-কেমিক্যাল, তোফা ফুডকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৬ আগস্ট, ২০২৫ | ৪:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় ক্ষতিকারক কেমিক্যাল ও রং ব্যবহারসহ নানা অপরাধে তোফা ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (৬ আগস্ট) বাটালি রোডে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

 

তিনি জানান, এনায়েত বাজার এলাকার বাটালি রোডে তোফা ফুড প্রোডাক্টস নামে একটি ব্যাকারিতে অস্বাস্থ্যকর-অপরিচ্ছন্ন পরিবেশ, খাদ্যদ্রব্যে তেলাপোকার অবাধ বিচরণ, খাদ্য প্রস্তুত করার স্থানে ইঁদুরের বাসা, মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার, কেমিক্যাল রং খাবারে ব্যবহার এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের কারণে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং সকল প্রকার অসঙ্গতি দূরীকরণের জন্য সময় দিয়ে সতর্ক ও সচেতন করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবেও বলে জানান তিনি। ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট