চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

বোয়ালখালীতে আগুনে পুড়ল গুদামের কাপড়
‘বিয়ে বাজার’ দোকানের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে গেছে কাপড়। ক্ষতি প্রায় ৫০ হাজার টাকা।

বোয়ালখালীতে আগুনে পুড়ল গুদামের কাপড়

বোয়ালখালী সংবাদদাতা

৪ আগস্ট, ২০২৫ | ৫:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের জব্বার মার্কেটের একটি দোকানের গুদামে আগুন লেগে কাপড় পুড়ে গেছে।

সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে মার্কেট ভবনের ৩য় তলায় অবস্থিত ‘বিয়ে বাজার’ নামের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে গুদামে থাকা কাপড় পুড়ে যায়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় কেউ হতাহত হয় নি।

পূর্বকোণ/পূজন/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট