চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে জামায়াতের বৈঠক, ‘৩৬ জুলাই’ গণঅভ্যুত্থান দিবস সফল করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

৪ আগস্ট, ২০২৫ | ৪:৫২ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ‘৩৬ জুলাই (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের’ প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত গণমিছিল সফল করতে ছাত্র, জনতা, শ্রমিকসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে।

সোমবার (৪ আগস্ট) চট্টগ্রাম নগরীর একটি বিশেষ দায়িত্বশীল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম দাবি করেন, ২০২৪ সালের এদিনে সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদী হাসিনা সরকার পতনের মুখে পড়ে।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনে দেশে খুন, গুম, দুর্নীতি, লুটপাট আর দমন-পীড়ন চালিয়েছে সরকার। হাজারো মানুষ আহত, পঙ্গু ও নিহত হয়েছে। মানুষ রাজপথে নেমে এসে আওয়ামী ফ্যাসিবাদ রুখে দিয়েছিল।

বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, শ্রমিক নেতা লুৎফুর রহমানসহ নগর কর্মপরিষদের নেতারা।

আগামীকাল ৫ আগস্ট দুপুরে চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ থেকে গণমিছিলটি শুরু হবে বলে জানানো হয়।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট