চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

জন্মাষ্টমী অফিসে হামলার ঘটনায় সৌরভসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম আদালত ভবন

জন্মাষ্টমী অফিসে হামলার ঘটনায় সৌরভসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

৪ আগস্ট, ২০২৫ | ১২:২০ পূর্বাহ্ণ

জন্মাষ্টমী উদযাপন পরিষদের অফিসে নারীর উপর হামলার ঘটনায় বহিস্কৃত ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পালসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার তদন্তের দায়িত্ব পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) দেওয়া হয়েছে বলে জানা যায়।

 

রবিবার (৩ আগস্ট) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে এ মামলাটি দায়েরের তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী কাজল দে।

 

মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে । তারা হলেন- সৌরভ প্রিয় পাল, বিপ্লব চৌধুরী,বাপ্পী দে, মিটন রবি দাস, মিঠুন বৈষ্ণব, সুকান্ত তালুকদার জুয়েল, অপু চৌধুরী আকাশ, সুব্রত আইচ, মিটুন আচার্য্য, সঞ্জয় চক্রবর্ত্তী মানিক, দোলন কুমার দেব, উত্তম ধর ও মিথুন কান্তি দাশ।

 

মামলার নথি সূত্রে জানা যায়, জন্মাষ্টমী উদযাপন পরিষদের অফিসে একদল লোক জোরপূর্বক প্রবেশ করে এবং সেখানে অফিসের সম্পত্তি নষ্ট করে। এ সময় একজন নারীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ মামলায় আসামিদের বিরুদ্ধে অফিস দখল, সম্পত্তি নষ্ট এবং নারীর উপর হামলার অভিযোগ আনা হয়েছে

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট