চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

জনস্বার্থে দৈনিক পূর্বকোণকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে: ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী
বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হওয়ায় রবিবার সন্ধ্যায় দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে পূর্বকোণ পরিবার। 

জনস্বার্থে দৈনিক পূর্বকোণকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে: ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

৩ আগস্ট, ২০২৫ | ১১:৪২ অপরাহ্ণ

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হওয়ায় দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে পূর্বকোণ পরিবার। আজ রবিবার সন্ধ্যায় ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী বক্তব্যের শুরুতে তাঁর বাবা একুশে পদকপ্রাপ্ত দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা চট্টলদরদি মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী ও বড় ভাই দৈনিক পূর্বকোণের প্রাক্তন সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীকে স্মরণ করেন। তিনি বলেন, ‘আমার বাবা, তিন ভাই এবং আপনাদের সবাইকে নিয়ে আমাদের পূর্বকোণ পরিবার। আমাকে সরকার বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত করেছে। জাতীয় পর্যায়ে প্রেস কাউন্সিল খুবই উঁচুমানের প্রতিষ্ঠান। এই অর্জন আমার একার নয়, পূর্বকোণ পরিবারের সবার। এই পাওয়াটা আমাদের সবার জন্য গর্বের।’

 

পূর্বকোণ সম্পাদক এমন আয়োজনের জন্য পূর্বকোণ পরিবারের সবাইকে ধন্যবাদ জানান। তিনি সবার উদ্দেশে বলেন, ‘পূর্বকোণের উত্তরোত্তর সাফল্য আসছে। এখন আমাদের দায়িত্ব আরও বেড়ে গেলো। আমরা শুরু থেকেই সচেতন আছি। এখন আমাদের আরও দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সবাই মিলে পূর্বকোণকে এগিয়ে নিতে চাই। আর আমার বার্তা একটাই জনগণের স্বার্থে দৈনিক পূর্বকোণকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।’

 

প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হওয়ার আগে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালনা বোর্ডের সদস্য হয়েছিলেন পূর্বকোণ সম্পাদক। এখন তিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্যক্রমেও ভূমিকা রাখতে চান।

 

অনুষ্ঠানে দৈনিক পূর্বকোণের সিটি এডিটর বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খান তাঁর বক্তব্যে দৈনিক পূর্বকোণ সম্পাদককে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আমরা এমন অর্জনের জন্য সবার পক্ষ থেকে পূর্বকোণ সম্পাদককে অভিনন্দন জানাচ্ছি। তার নেতৃত্বে পূর্বকোণ আরও বহুদূর এগিয়ে যাবে। সংবাদপত্রের ক্রান্তিকাল চলছে। আমাদের দক্ষতা ও সচেতনতার সঙ্গে কাজ করতে হবে।’

 

দৈনিক পূর্বকোণের চিফ রিপোর্টার সাইফুল আলম বলেন, ‘দৈনিক পূর্বকোণ সম্পাদক বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হওয়ার বিষয়টি পূর্বকোণের সবার জন্য অত্যন্ত আনন্দের। এই বছরটা পূর্বকোণ পরিবারের ইতিহাসে বড় অর্জনের বছর। এই বছর দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা চট্টলদরদি মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী একুশে পদকে ভূষিত হয়েছেন। এবার আমাদের সম্পাদক প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন। দুটোই ন্যায্য পাওনা ছিল। অনেকদিন ধরে আমরা এই অর্জনগুলোর জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে নিরপেক্ষ সরকারের কাছ থেকে এই অর্জন মিলল। এমন মর্যাদাবান অর্জনে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেলো। পূর্বকোণ একটা নিরপেক্ষ হাউস, পূর্বকোণকে কখনো আপোষ কতে দেখিনি। সেই ধারাবাহিকতা আমাদের ধরে রাখতে হবে।’

 

অনুষ্ঠানে পূর্বকোণ লিমিটেডের পরিচালক রাইনিসা চৌধুরী, পূর্বকোণ লিমিটেডের জিএম আবদুল্লাহ আল মোজাম্মেল জিলানী, হিসাব বিভাগের প্রধান মো. মারুফ, মানবসম্পদ কর্মকর্তা চন্দন শীল, সার্কুলেশন ম্যানেজার তাপস কুমার নন্দীসহ পূর্বকোণ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট