চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

উত্তর পাহাড়তলীতে টিন দিয়ে ঘিরে পাহাড় কাটায় প্রশাসনের উচ্ছেদ অভিযান
টিনের ঘেরা দিয়ে পাহাড় কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

উত্তর পাহাড়তলীতে টিন দিয়ে ঘিরে পাহাড় কাটায় প্রশাসনের উচ্ছেদ অভিযান

অনলাইন ডেস্ক

৩ আগস্ট, ২০২৫ | ৯:৩৫ অপরাহ্ণ

উত্তর পাহাড়তলী মৌজার শাহ আমানত হাউজিং এলাকায় টিনের ঘেরা দিয়ে পাহাড় কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ আগস্ট) অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।

 

অভিযানে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার উত্তর পাহাড়তলী মৌজার শাহ আমানত হাউজিং এলাকায় টিনের ঘেরা দিয়ে পাহাড় কাটার নমুনা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে বেষ্টনী অপসারণ করা হয়। 

 

হুছাইন মুহাম্মদের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ঘটনাস্থলে উপস্থিত থেকে পাহাড় কাটার নমুনা ও পরিমাণ লিপিবদ্ধ করেন। ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও, সংশ্লিষ্ট ভূমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার উদ্যোগ নেওয়া হয়। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট