
বিশ্বসাহিত্য কেন্দ্র, চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে কলেজ কর্মসূচির মূল্যায়ন পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপাল মডেল স্কুল এন্ড কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মূল্যায়ন পর্বে চট্টগ্রাম কলেজ, সরকারি সিটি কলেজ এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের মোট ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বছরব্যাপী বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্রের সদস্য হিসেবে নির্বাচিত বই পাঠ করেছেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগরী শাখার প্রধান সংগঠক প্রফেসর আলেক্স আলীম। তিনি বলেন, বই শুধু পাঠের জন্য নয়, জীবনের বাস্তব পথে সে শিক্ষাকে কাজে লাগাতেই হবে। মানবিক মূল্যবোধ জাগ্রত করে পরিবার, সমাজ ও দেশকে কিছু দেয়ার দায়িত্ব নিতে হবে।
তিনি কলেজ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য তিন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ভেন্যু ব্যবহারের সুযোগ করে দেওয়ায় মিউনিসিপাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহেদুল কবিরকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ কর্মসূচির সংগঠক হাসিব জাবেদ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ