
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার লতিফপুর সংলগ্ন মীরপুর এলাকায় হেলথ ক্যাম্প চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে এলাকার আড়াই শতাধিক হতদরিদ্র ব্যক্তি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছেন।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুল।
সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ‘ইন এইচ টু সিভিল এডমিনিস্ট্রেশন’ কার্যক্রমের অংশ হিসেবে এ হেলথ ক্যাম্প আয়োজন করা হয়। এর আগে গত ৩০ জুন হালিশহরের জেলে পাড়ায় অনুরূপ স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছিল। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বলেন, ‘চিকিৎসা ও ওষুধ দুটোই ফ্রিতে পেয়েছি, আমাদের মতো মানুষের জন্য এটা অনেক বড় উপকার।
পূর্বকোণ/জেইউ/পারভেজ