
চট্টগ্রামের বাকলিয়ায় মহিউদ্দিন (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি মো. আসিবুল হক ওরফে আসিফকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ। তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসিফ বাকলিয়া থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডের চুরতি বাদশার বাড়ির মো. ইসমাইলের ছেলে। আসিফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পূর্বকোণ/আরআর/পারভেজ