
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাসহ চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. ইউসুফ প্রকাশ নয়ন (২১), মো. আকাশ (২১), মো. মাসুদ (২২) ও মো. শহিদুল প্রকাশ শরীফ (২১)।
মঙ্গলবার (২৯ জুলাই) নোয়াখালী জেলার সুধারাম থানাধীন মতিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ। তিনি জানান, গত সোমবার কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকা থেকে সিএনজি অটোরিকশা নিয়ে গ্যারেজে আসছিলেন চালক মো. ফাহিম। বিকেল সাড়ে ৩টায় নগরীর আগ্রাবাদ এলাকার ব্র্যাক ব্যাংকের সামনে তার গাড়িটি নষ্ট হয়ে যায়। চালক ফাহিম গাড়ি থেকে সেটি মেরামতের চেষ্টা করছিলেন। এসময় চার ছিনতাইকারী তাকে ছোরার ভয় দেখিয়ে ধাক্কা মেরে গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় গাড়ির মালিক থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় নোয়াখালী জেলার সুধারাম থানাধীন মতিপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই করা অটোরিকশাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা নগরীর ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা নগরীর বিভিন্ন স্থানে পথচারীদের মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে থাকে। তারা এর আগে নগরীর বিভিন্ন এলাকায় পথচারীদের কাছে থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার, হাতে থাকা ব্যাগসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করেছে বলে জানান। ওই আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/পিআর/পারভেজ