চট্টগ্রাম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম আদালত ভবন

ভাড়ায় কারাভোগ করা রাকিব প্রতারণা মামলায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৩০ জুলাই, ২০২৫ | ১২:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আসামি না হয়েও ১০ হাজার টাকা চুক্তিতে অন্যের হয়ে কারাভোগ করা মো. রাকিব নামে সেই যুবককে জালিয়াতি ও প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। গত ১ জুলাই থেকে রাকিব কারাগারে রয়েছেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, আদালতের নির্দেশে জালিয়াতি ও প্রতারণা মামলায় রাকিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে রিমান্ডেরও আবেদন করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ৩১ আগস্ট নগরীর আকবর শাহ থানার কৈবল্যধাম এলাকায় একটি পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় গাড়িচালক রাহাত ইসলামকে। পালিয়ে যান চালকের সহকারী মো. সুমন। এ ঘটনায় র‌্যাব আকবর শাহ থানায় মাদক আইনে মামলা করে। তদন্ত শেষে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে রাহাত ইসলাম ও মো. সুমনকে আসামি করা হয়। আদালত পুলিশের অভিযোগপত্রটি গ্রহণ করে পলাতক আসামি সুমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিষয়টি জানতে পেরে সুমন নিজের পরিবর্তে ১০ হাজার টাকা চুক্তিতে নোয়াখালীর রাকিবকে আদালতে আত্মসমর্পণ করতে বলে। রাকিব গত ১ জুলাই সুমন সেঁজে আত্মসমর্পন করলে তাকে কারাগারে পাঠান আদালত। কিন্তু রাকিব কারাগারে যাওয়ার পর এই প্রতারণার বিষয়টি ধরা পড়ে। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট