চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

চান্দগাঁওয়ে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

চান্দগাঁওয়ে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২৫ | ৫:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার রাহাত্তারপুল এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বাকলিয়ার বড় কবরস্থান হাজী আব্দুল মালেকের বাড়ির মৃত দোস্ত মাহমুদের ছেলে মো. মোবারক হোসেন (২৪) ও একই এলাকার ভোলা গাজীর বাড়ির মৃত ইয়াকুবের ছেলে মো. তারেক হোসেন (১৯)।

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, মঙ্গলবার ভোরে রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট