
চট্টগ্রামে আগামীকাল সোমবার থেকে থেকে শুরু হচ্ছে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা’। নগরীর লালদীঘি মাঠ প্রাঙ্গণে বসছে এই মেলা। মেলায় ইউক্যালিপটাস ও আকাশমনি ছাড়া মিলবে সব ধরনের ফলদি, বনাজি ও ঔষধি গাছ। মেলা চলবে ১৫ দিন, আগামী ১১ আগস্ট পর্যন্ত। চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে আয়োজিত এই মেলায় সহযোগিতা করছে জেলা প্রশাসন।
আগামী সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় লালদীঘি মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, জেলা প্রশাসক ফরিদা খানম ও পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার পূর্বকোণকে মেলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ১৫ দিনব্যাপী এই মেলায় ৬০টি স্টল অংশ নিচ্ছে। মেলায় পরিবেশের জন্য ক্ষতিকারক ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ থাকবে না। বাকি সব ধরনের ফলদি, বনাজি ও ঔষধি গাছ পাওয়া যাবে। মেলা চলবে ১১ আগস্ট পর্যন্ত।
আজ রবিবার বিকেলে লালদীঘি প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মেলায় স্টল বসানোর কাজ চলছে। প্রায় প্রতিষ্ঠানই তাদের গাছগাছালি নিয়ে এসেছে। বিভিন্ন বন্যপ্রাণীর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে সেখানে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ