চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কোতোয়ালীতে গ্রেপ্তার ছাত্রলীগের ২ কর্মী
গ্রেপ্তারকৃত নি‌ষিদ্ধ ঘোষিত ২ ছাত্রলীগ কর্মী

কোতোয়ালীতে গ্রেপ্তার ছাত্রলীগের ২ কর্মী

অনলাইন ডেস্ক

২১ জুলাই, ২০২৫ | ১০:২২ অপরাহ্ণ

চট্টগ্রামে নি‌ষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। রবিবার (২০ জুলাই) রাতে কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

 

গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্রলীগ কর্মী ছানাউল হক চৌধুরী (২৭) ও তানজিল করিম মাহিন (২২) ।

 

পু‌লিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তাররা নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে লাঠিসোঁটা হাতে ও ইট-পাটকেল নিয়ে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে উক্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। তাদের বিরুদ্ধে মামলার ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত আছে। আসামিদের আজ সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট