
চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ের ডেবার পাড় এলাকার অজ্ঞাতনামা একজনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তিনি নারী নাকি পুরুষ সেটা শনাক্ত করা যায়নি। রবিবার (২০ জুলাই) বিকাল ৪টায় ঝর্ণাপাড়া জোড় ডেবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, গতকাল বিকেলে ঝর্ণাপাড়া জোড় ডেবার উত্তর পাশে পানিতে অজ্ঞাতনামা একজনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ। তিনি জানান, গতকাল বিকেলে ঝর্ণাপাড়া জোড় ডেবা থেকে একটি গলিত লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে মাথা নেই, দুই হাতের বাহুর কনুইয়ের নিচের অংশ নেই এবং বাহুর হাড় হতে মাংস গলে গিয়েছে, দুই পায়ের গোঁড়ালির নিচের অংশ গলে গিয়েছে এবং হাঁটুর নিচের অংশে মাংস বিহীন হাঁড় দেখা যায়; শরীরের বুক, পেট, পিঠ, নিতম্বের সমস্ত অংশ গলিত, পড়নে কালো সেলোয়ার এবং পিঠে ব্লাউজের মত অংশ বিশেষ পরিহত দেখা যায়। নারী নাকি পুরুষ সেটিও শনাক্ত করা না গেলেও পরনে কালো সেলোয়ার, পিঠের ব্লাউজের মত অংশ বিশেষ দেখে ধারণা করা হয়, তিনি ২০-৩০ বছরের মহিলা।
তিনি আরও জানান, মরদেহটি দীর্ঘদিন পানিতে থাকায় গলে গিয়েছে। দুই হাতের বাহুর নিচের অংশ না থাকায় আঙ্গুলের ছাপ সংগ্রহ করে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তাৎক্ষণিক ভিকটিমের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সুরতহাল তৈরি করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য সিএমপির সকল থানা সহ আশপাশের জেলাগুলোতে বেতার বার্তা পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর