চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

সাবেক এনএসআই পরিচালক মুসা মিয়া চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
মুসা মিয়া চৌধুরী

সাবেক এনএসআই পরিচালক মুসা মিয়া চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক

২১ জুলাই, ২০২৫ | ৩:৫২ অপরাহ্ণ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)-এর সাবেক পরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক সিনিয়র এসপি মুসা মিয়া চৌধুরীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার মহামুনি পাহাড়তলীর কৃতি সন্তান ছিলেন।

 

মুসা মিয়া চৌধুরী ছিলেন স্বাধীনতাপূর্ব আমলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টারন্যাশনাল পুলিশ একাডেমিতে কর্মরত এবং সিআইএ পরিচালিত ইনপোলস প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত একজন অফিসার। স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৯ ডিসেম্বর তিনি এবং কয়েকজন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তাকে নিয়ে NSI গঠন করা হয়, যেখানে তিনি ছিলেন একজন সহপ্রতিষ্ঠাতা পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তিনি এন এস আই য়ের ডেপুটি ডিরেক্টর হিসেবে এনএসআই গঠনে ভুমিকা রাখেন পরে পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

 

পরে ১৯৭৬ সালে বাংলাদেশ পুলিশের কাঠামোগত সংস্কারেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। কর্মজীবনে সততা ও নিষ্ঠার জন্য তিনি সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা অর্জন করেন। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ১৯৬৭ সালে তৎকালীজ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘পিপিএম’ (President Police Medal) পদকে ভূষিত করা হয়।

 

১৯৮১ সালে তিনি অবসর গ্রহণ করেন। আজ তাঁর রুহের মাগফেরাত কামনায় পরিবার, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী সকলের কাছে দোয়া চেয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট