চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ১৭ যানবাহনকে ২৬ হাজার টাকা জরিমানা বিআরটিএর

চট্টগ্রামে ১৭ যানবাহনকে ২৬ হাজার টাকা জরিমানা বিআরটিএর

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২৫ | ১২:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৭টি যানবাহনকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ। এসময় ইকোনমিক লাইফ চলে যাওয়ায় একটি বাস জব্দ করা হয়। 

 

রবিবার (২০ জুলাই) মইজ্জ্যারটেক, হাটহাজারী রোড ও পলোগ্রাউন্ড এলাকায় ইকোনমিক লাইফ টাইম উত্তীর্ণ এবং সড়কে চলাচলের অযোগ্য যানবাহনের বিরুদ্ধে এ অভিযান চলে।

 

মইজ্জ্যারটেকে পরিচালিত অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ চট্টগ্রামের আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা, হাটহাজারী রোডে অভিযান পরিচালনা করেন আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা ও পলোগ্রাউন্ডে অভিযান পরিচালনা করেন আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। অভিযানে মোট ১৭ যানবাহনকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত সমূহের কার্যক্রম পরিদর্শন করেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট