চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম বিমানবন্দরে ১৩ লাখ টাকার সিগারেট ও বিউটি ক্রিম জব্দ
জব্দকৃত মন্ড সিগারেট ও বিউটি ক্রিম

চট্টগ্রাম বিমানবন্দরে ১৩ লাখ টাকার সিগারেট ও বিউটি ক্রিম জব্দ

নিজস্ব প্রতিবেদক

২১ জুলাই, ২০২৫ | ১২:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই ও কাস্টমস কর্তৃক বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার ও আমদানি নিষিদ্ধ  বিউটি ক্রিম জব্দ করা হয়েছে। এ সময় দুইজন যাত্রীকে আটক করা হয়।

 

আজ রবিবার রাত সাড়ে ৯টার দিকে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

 

আটকরা হল- ফেনী সদরের মো. আরিফুল ইসলাম এবং রাউজানের মোশাররফ হোসেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে আগত ফ্লাইট BS-344 এর দুইজন যাত্রীকে গোপন তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল দিয়ে পার হওয়ার সময় তল্লাশি করা হয়। এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম দুইজন যাত্রীর কাছ থেকে এসব পণ্য উদ্ধার করে। এর মধ্যে রয়েছে মণ্ড সিগারেট ১৬৫ কার্টুন এবং আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ২ হাজার ৭৬ পিছ। উদ্ধারকৃত পণ্যসামগ্রী বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৪ হাজার ১০০ টাকা।

 

জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উভয় যাত্রীকেই পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনানুগ ফৌজদারি ব্যবস্থা নেয়া হবে মর্মে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। হয়রানি, সোনা ও অবৈধ দ্রব্যাদি চোরাচালান এবং রাষ্ট্রীয় রাজস্ব ফাঁকি রোধে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম কর্তৃপক্ষ পূর্বের যেকোনো সময়ের তুলনায় অধিকতর সতর্ক এবং এ নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট