চট্টগ্রাম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

নেপালে আশ ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন
আশ ফাউন্ডেশনের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

নেপালে আশ ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

পূর্বকোণ ডেস্ক

১৮ জুলাই, ২০২৫ | ৯:১৪ অপরাহ্ণ

বিশ্বের মাত্র ৫ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশ নেপালে আলহাজ্ব শামসুল হক (আশ) ফাউন্ডেশনের উদ্যোগে আজ শুক্রবার ফাউন্ডেশনের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে।

 

নেপালের সুনসারীর স্থানীয় এমপি, ওয়ার্ড চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতে প্রত্যন্ত এলাকা বিরাটনগরের সুনসারী জেলার ইনারাওয়াতে মসজিদে রাজ্জাকের ভিত্তিপ্রস্তর দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

 

তিনি বলেন, ভিত্তিপ্রস্তর স্থাপনের সাথে সাথে আজ শুক্রবার থেকে আসতে শুরু হয়েছে মসজিদের নির্মাণ সামগ্রী। আগামীকাল শনিবার থেকে পুরোদমে শুরু হবে মসজিদের নির্মাণ কাজ।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ফাউন্ডেশনের চেয়ারম্যান আশা প্রকাশ করেন, এই মসজিদ পার্শ্ববর্তী মাদ্রাসা ফালাহিয়াতে মসজিদের ঘাটতি পূরণের সাথে সাথে স্থানীয় গ্রামবাসীর জন্য দারুণ কাজে আসবে। এই মসজিদ ৯৫ শতাংশ মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর অন্যতম কেন্দ্র হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

স্থানীয় এমপি ড. ইসরাইল এই মহতী কাজের জন্য আশ ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

মাদ্রাসা ফালাহিয়ার চেয়ারম্যান ইলিয়াস ফালাহী আনসারী আবেগঘন কণ্ঠে বলেন, দীর্ঘদিন ধরে বহু কষ্টে একটা ছোট্ট মাদ্রাসা করলেও এই মাদ্রাসায় কোন মসজিদ ছিল না। আজ বহুল কাঙ্ক্ষিত এই মসজিদ নির্মিত হলে সকলের জুমা আদায়ের সুযোগের সাথে সাথে দুই ঈদের নামাজ পড়ারো দারুণ সুযোগ হবে। তিনি ফাউন্ডেশনের সকল দাতা শুভাকাঙ্ক্ষীগণের জন্য আন্তরিক দোয়া করেন।

 

ফান্ড থাকা সাপেক্ষে আগামী ১ মাসের মধ্যে মসজিদের ফাউন্ডেশন কমপ্লিট ও ৬ মাসের মধ্যে পুরো কাজ শেষ হওয়ার আশা করছেন আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট