চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

ফেনীর ভয়াবহ বন্যায় আশ ফাউন্ডেশনের জরুরি খাদ্য বিতরণ

ফেনীর ভয়াবহ বন্যায় আশ ফাউন্ডেশনের জরুরি খাদ্য বিতরণ

অনলাইন ডেস্ক

১২ জুলাই, ২০২৫ | ৭:৪৬ অপরাহ্ণ

ফেনী জেলার ফুলগাজী উপজেলায় চলমান ভয়াবহ বন্যায় আজ শনিবার পানিবন্দী প্রায় ১ হাজার ৭৫০ জন মানুষের জন্য দুপুর ও রাতের রান্না করা খাবারের ব্যবস্থা করেছে আলহাজ শামসুল হক (আশ) ফাউন্ডেশন।

 

আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, বর্তমানে বন্যার পানি ধীরে ধীরে কমছে, কিন্তু পানি কমলেও এই পানিবন্ধী মানুষগুলোর ঘরের চুলো কয়দিন পর জ্বলবে তা কারোই জানা নেই। তাদের মাটির চুলোর অস্তিত্বও এখন নেই। ফাউন্ডেশনের স্থানীয় টিম সরাসরি কাজ করে যাচ্ছেন ফেনীর বন্যাদুর্গত এলাকাগুলোয়।

 

তিনি বলেন, বন্যার্তদের জন্য অনুদান পাঠাতে (https://shamsulhoquefoundation.org/donate) লিংকে ডোনেট করতে পারেন (Purpose: Feni Flood লিখে)। আমরা চেষ্টা করবো বন্যাকালীন ও বন্যা পরবর্তী সময়ে আপনাদের আমানতগুলো তাদের নিকট পৌঁছে দিতে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট