
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত সাত দফা আদায়ের মাধ্যমেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সফলতা অর্জন করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এবং সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম।
শুক্রবার (১১ জুলাই) রাতে বিআইএ মিলনায়তনে ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময়ে জাতীয় সমাবেশ জাতীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ। রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার পর গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশের আয়োজন করেছে। আসন্ন জাতীয় সমাবেশ সফল করার জন্য তিনি সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনূছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, আমির হোসেন, ফখরে জাহান সিরাজী, অধ্যাপক মাহমুদুল আলম, মাওলানা জাকির হোসেন, অধ্যক্ষ মুহাম্মদ সেলিম, আবদুল হান্নান চৌধুরী, অধ্যাপক আলমগীর ভূঁইয়া, আবদুল গফুর, আহমেদ খালেদুল আনোয়ার, সুলতান আহমদ, নুরুল আলম, সিসিএ সভাপতি সেলিম জামাল প্রমুখ।
পূর্বকোণ/পিআর